ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতদের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
  • আপলোড তারিখঃ 06-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 52328 জন
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ ছবির ক্যাপশন: কালুরঘাট ব্রীজে ট্রেন
ad728




আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের কালুরঘাট সেতুর উপরে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহতদের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।


বৃহস্পতিবার (৫ জুন) আনুমানিক রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।উদ্ধার কাজ শেষে ট্রেনটি রাত সাড়ে তিনটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।


এ বিষয়ে চট্টগ্রাম চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, কালুরঘাটে রেলের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রাতেই উদ্ধার শেষ হয়েছে।



সেখানে উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা জানিয়েছেন, চারটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি কাভার্ড ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।


কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিমাণ জানা যায়নি।



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, কালুরঘাট থেকে উদ্ধার করে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ