ঢাকা | বঙ্গাব্দ

ডিএসসিসি’র অচলাবস্থার অবসান: ৪০ দিন পর খুলে দিল ইশরাক সমর্থকরা

  • আপলোড তারিখঃ 23-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40238 জন
ডিএসসিসি’র অচলাবস্থার অবসান: ৪০ দিন পর খুলে দিল ইশরাক সমর্থকরা ছবির ক্যাপশন: ছবি :সংগৃহীত
ad728

দীর্ঘ ৪০ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের প্রধান ফটক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা সোমবার (২৩ জুন) সকালে তালা খুলে দিলে নাগরিকসেবা কার্যক্রম আবারও সচল হয়।

সকাল থেকে নগর ভবনের বিভিন্ন দপ্তরের তালা খুলে দেওয়ার পর কার্যত পুনরায় চালু হয় সিটি করপোরেশনের অফিস কার্যক্রম। এতে নাগরিকরা তাদের দৈনন্দিন সেবা যেমন জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্নে পেতে পারবেন।

তবে এখনো ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া এবং কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরেজমিনে দেখা যায়, তালা খোলার পরও নগর ভবনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। কর্মকর্তারা জানিয়েছেন, অনেক নাগরিক এখনো জানেন না যে অফিস পুনরায় খুলে দেওয়া হয়েছে, সে কারণেই ভিড় কম।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, “অফিস কক্ষ তালাবদ্ধ থাকলেও গত ৪০ দিনে মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো জরুরি সেবাগুলো নিয়মিতভাবে পরিচালিত হয়েছে।”

এর আগে, গতকাল রোববার (২২ জুন) আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান আন্দোলনরত কর্মীদের উদ্দেশে কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের প্রেক্ষিতে আজ সকালে নগর ভবনে আবারও কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, গত ১৫ মে থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ করে দেন তার সমর্থকরা। ১৪ মে তারা তালা লাগানোর পর থেকেই নাগরিকসেবা কার্যত বন্ধ হয়ে যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ