ইফরানুল হক সেতু, বাজিতপুর উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরকে অপহরণ, জাল এফিডেভিটে মিথ্যা বিয়ের নাটক, শারীরিক নির্যাতন এবং বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক চক্রের বিরুদ্ধে।
শনিবার (১২ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোছাঃ শারমিন আক্তার।
শারমিন আক্তার লিখিত বক্তব্যে জানান, গত ২৪ জুন সকাল ১০টার দিকে তার ছেলে মো. তুষার হোসেন (১৬) কে সরারচর রোডের ডাক্তারখানা এলাকা থেকে রুস্তমপুর গ্রামের কাজল মিয়াসহ ৮-১০ জন সন্ত্রাসী অপহরণ করে। পরে তুষারকে একটি অজ্ঞাত স্থানে এবং পরে প্রতিবেশী আরজুদা আক্তারের বাড়িতে আটকে রেখে অস্ত্রের মুখে মারধর করা হয় ও অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
পরবর্তীতে তার নাম ও স্বাক্ষর জাল করে ১৪ বছর বয়সী এক নবম শ্রেণির ছাত্রীকে স্ত্রী দাবি করে মিথ্যা বিবাহের একটি এফিডেভিট তৈরি করে তা সামাজিক মাধ্যমে প্রচার করে চক্রটি। এরপর ভুক্তভোগী পরিবারের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
শারমিন আরও জানান, ৩ জুলাই তুষার নিজেই একটি নতুন এফিডেভিটে ওই বিয়ে অস্বীকার করে এবং তালাক প্রদান করে। যদিও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়, মেয়েপক্ষ এখনো সন্ত্রাসী দিয়ে তাদের পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, গত ১১ জুলাই থেকে তুষার নিখোঁজ রয়েছে। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
"আমার সন্তান কোথায়, তা জানি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তা চাই," — বলেন কান্নাজড়িত কণ্ঠে শারমিন আক্তার।
এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে।