ঢাকা | বঙ্গাব্দ

গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, ব্যয় ১১১ কোটি টাকা

  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20528 জন
গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, ব্যয় ১১১ কোটি টাকা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ছাত্র-জনতার আন্দোলন, শহিদদের স্মৃতি এবং বিগত সরকারের নিপীড়নের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) রূপান্তরিত হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আগামী ৫ আগস্ট জাদুঘরটির উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, জাদুঘরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) অংশের নির্মাণ ও সংস্কার কাজের জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে ঠিকাদার হিসেবে মেসার্স শুভ্রা ট্রেডার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ অংশের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।

অন্যদিকে, জাদুঘরের সিভিল অংশ নির্মাণ বা সংস্কার কাজও সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ কাজের জন্য নির্বাচিত হয়েছে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এর ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।

উল্লেখ্য, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়। এবার সেটি বাস্তবায়নের পথে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ