ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে ব্যাংক কর্মকর্তার বাসায় লুট

ময়মনসিংহের গফরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে এক বাসার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগত টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 26-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8770 জন
গফরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে ব্যাংক কর্মকর্তার বাসায় লুট ছবির ক্যাপশন: লুট হওয়া বাসা
ad728



গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে এক বাসার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগত টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করা হয়েছে। গত শুত্রুবার দিবাগত রাতে পৌর এলাকার পশু হাসপাতাল রোডে গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা সুলতান আহমেদের বাসায়  এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা সুলতান আহমেদ (৬৫), স্ত্রী তাসলিমা বেগম (৫৫) ও ছেলে অর্নব (২৩) কে সকাল ১১ টায় দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে । এদিকে সুলতান আহমেদের অবস্থায় অবনতি হওয়ার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খবর পেয়ে আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, শুত্রুবার দিবাগত রাত যে কোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় বারান্দার গ্রীল কেটে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে জানালার লোহার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা স্টীলের আলমারীসহ বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। তবে বাসায় সবাই অচেতন অবস্থায় উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় কি পরিমান নগত টাকা, স্বর্ণালংকার ও মালামাল চুরি হয় তা জানা সম্ভব হয়নি ।


গফরগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি ।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল