ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুর প্রধান সড়কের বেহালদশা, তৈরি হয়েছে মরণ ফাঁদ

মাদারীপুর পৌর শহরের প্রধান সড়কের মধ্যে অন্যতম সড়ক হচ্ছে শহীদ বাচ্চু সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার যানবাহন ও পথচারীর যাতায়াত এছাড়াও রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় সড়কটির প্রায় ৩০০ মিটার খালাখন্দ সৃষ্টি হয়ে তৈরি হয়েছে মরণফাঁদ । এছাড়াও কয়েক দফা বৃষ্টিতে বেহাল দশা হয়েছে সড়কটির। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
  • আপলোড তারিখঃ 31-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6171 জন
মাদারীপুর প্রধান সড়কের বেহালদশা, তৈরি হয়েছে মরণ ফাঁদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


 

এমদাদ খান মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌর শহরের প্রধান সড়কের মধ্যে অন্যতম সড়ক হচ্ছে শহীদ বাচ্চু সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার যানবাহন ও পথচারীর যাতায়াত এছাড়াও রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন  কোন সংস্কার না হওয়ায় সড়কটির প্রায় ৩০০ মিটার খালাখন্দ সৃষ্টি হয়ে তৈরি হয়েছে মরণফাঁদ । এছাড়াও কয়েক দফা বৃষ্টিতে বেহাল দশা হয়েছে সড়কটির। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 


মাদারীপুর সদর মডেল থানার সামনে থেকে প্রায় ১.৫ কিলো মিটার এই সড়কটি শহরের একমাত্র বাণিজ্যিক এলাকা পুরান বাজার যাওয়ার প্রধান সড়ক এই শহীদ বাচ্চু সড়ক। 


বৃহস্পতিবার সরে জমিন ঘুরে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক থেকে পানি নিষ্কাশন হয় না। কাদা পানি মিলে যানবাহন চলাচল ও পথচারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে ঘটে দুর্ঘটনা। 

রিক্সাচালক ফারুক বলেন, এই সড়কের ভয়াবহ অবস্থা। এই সড়কে রিক্সা চালালে এক মাসেই রিক্সার অবস্থা খারাপ হয়ে যায়। 


শহীদ বাচ্চু সড়ক সংলগ্ন মেসার্স শৈবাল এন্টারপ্রাইজের মালিক নান্নু মুন্সি বলেন, আমার দোকানের সামনে থেকে মাস্টার কলোনি জামে মসজিদ পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা চলাচলের অযোগ্য। নতুন টেন্ডার হওয়ার আগ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ কিছু ইট ফেলে রোলার দিয়ে ঘষে দিলে আপাতত চলা যায়। 

তরমুগুরিয়া এলাকায় মেসার্স রুবেল ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর মাতুব্বর বলেন, তরমুগুরিয়া জামে মসজিদ থেকে কাজি টাওয়ার পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা যেন মরন ফাঁদ । এখানে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। আপাতত রাস্তা চলাচলের উপযোগী করুক তা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 

মটখোলা এলাকার শহীদ সড়ক সংলগ্ন বিসমিল্লাহ ফার্নিচারের মালিক অলিউল হক বলেন, 

মটখোলা থেকে কাজির মোড় পর্যন্ত প্রায় ৫০ মিটার রাস্তা খুবই খারাপ অবস্থা। দ্রুত রাস্তাটি সংস্কার চাই। 

মাদারীপুর পৌরসভার  প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম (উপসচিব)  বলেন,আমরা অতি দ্রুত রাস্তাটি মেরামত করব। তিনি আরো বলেন, শুধু শহীদ বাচ্চু সড়কই নয় সারা শহরেই কাজ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ