ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার জাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু

  • আপলোড তারিখঃ 02-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97642 জন
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শার্শার জাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল: মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের আসানুর রহমানের ছেলে জাহিদ হাসান (২৫)। নিহত অপর দুইজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।

দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (১ জুলায়) রাতে, মালয়েশিয়ার একটি অভ্যন্তরীণ মহাসড়কে। নিহতদের সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, কাজ শেষে পাঁচজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং বাকি দু’জন গুরুতর আহত হন। বর্তমানে আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, জাহিদ হাসান সম্প্রতি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জীবিকার তাগিদে। প্রথমে যে কোম্পানির মাধ্যমে তিনি সেখানে যান, সে প্রতিষ্ঠানে দুই-তিন মাস কাজ করার পর হঠাৎই তাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখান থেকেই কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালেশিয়া পুলিশ জানায়, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনায় জাহিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা প্রিয়জনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান