ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের (৭৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ সোমবার(৪আগষ্ট) ক্লাবের ৩০৮নং রুমের বারান্দার গ্লাস ভেঙে দুপুর ১২টার দিকে উদ্ধার করে পুলিশ।
  • আপলোড তারিখঃ 04-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 739 জন
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আমিনু হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের (৭৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ সোমবার(৪আগষ্ট) ক্লাবের ৩০৮নং রুমের বারান্দার গ্লাস ভেঙে দুপুর ১২টার দিকে উদ্ধার করে পুলিশ।

এম হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকাতেই বসবাস করতেন।



চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন জানান, ‘ঢাকা থেকে এসে ক্লাবের ৩০৮ রুমে রাত্রিযাপন করেছিলেন এম হারুন-অর-রশীদ। সকালে তার একটা মিটিং ছিল । কিন্তু তার মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর স্বজনরা আসেন। দরজায় নক করা হলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পরে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন।’


সিএমপির এই কর্মকর্তা জানান, সাবেক সেনাপ্রধান হারুন রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিকেল ৪টায় তিনি চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত পৌনে ১১টায় ফেরেন। কক্ষে ঢোকার আগে তিনি ডেস্কে গিয়ে ব্রেকফাস্টের সময় জেনে নেন।



উপ-কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ‘ জানতে পেরেছি, সাবেক সেনাপ্রধান গতকাল রাতে কোথাও দাওয়াত খেয়ে ক্লাবে ফিরে আসেন। আজ সকালে তার একটা প্রোগ্রাম ছিল। সকাল ১০টায়ও কক্ষ থেকে বের না হওয়ার উনার আর্মি প্রটৌকল টিমের সদস্যদের সন্দেহ হয়। পরে ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কক্ষের পেছনে কাচের জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। আমাদের ধারণা, তিনি স্ট্রোক করেছেন। আমরা ময়নাতদন্ত করার কথা বলেছি। এখন উনার পরিবার যা সিদ্ধান্ত নেয়, সেটাই হবে।’



সাবেক সেনাপ্রধানের একজন নিকটাত্মীয় এনাম আহমেদ জানিয়েছেন‘আজ উনার একটি মামলায় আদালতে হাজিরার কথা ছিল। সেজন্যই মূলত তিনি ঢাকা থেকে এসেছিলেন। চট্টগ্রাম ক্লাবের ভিআইপি রুমে একাই ছিলেন তিনি।’


বিকেল সাড়ে তিনটায় হারুন-অর-রশীদের মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।’ তার ফুফাতো বোন চিকিৎসক অধ্যাপক নজিবুন্নাহার জানিয়েছেন, সিএমএইচে আনুষ্ঠানিকতা শেষে সেখানে হারুন-অর-রশীদের জানাজা হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নজিবুন্নাহার বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি চক্ষু দান করে গেছেন।’


সাবেক এই সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত