ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে সা”আদ (১২) নামের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কাওমী মাদ্রাসার শয়ন ঘরে ঘটনাটি ঘটেছে।
  • আপলোড তারিখঃ 04-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96579 জন
সাপাহারে সাপের কামড়ে  মাদ্রাসা ছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728




স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে সা”আদ (১২) নামের  মাদ্রাসা  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কাওমী মাদ্রাসার শয়ন ঘরে ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, শিশু শিক্ষার্থী সা”আদ ওই রাতে লেখা পড়া শেষে সহপাঠিদের সাথে মাদ্রসা ঘরের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মাটির মেঝের ওই ঘরে বিষধর সাপ বেরিয়ে সা”দের গলায় ছোবল মারে। সাপের কামড়ে শিক্ষার্থী সা”আদ চিৎকার করতে থাকলে মাদ্রার অন্যান্য শিক্ষার্থী ও মাদ্রাসার প্রধান শিক্ষক তৎক্ষনাত সাপটিকে ঘরের মধ্যে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে এবং সাপের কামড়ে আহত সা”আদকে স্থানীয় ওঁঝা কবিরাজের নিকট নিয়ে গিয়ে ঝাঁড় ফুক করতে থাকে। একসময় তার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই শিশু সা”আদকে সাপাহার উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসরত অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। সাপের কামড়ে মৃত সা”আদ পাশ্বর্বর্তী চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গঞ্জের মো: সারাফত আলীর ছেলে। শিশুটি ওই মাদ্রাসায় মক্তব বিভাগে সবে মাত্র কয়েক দিন পূর্বে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছিল বলে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: আব্দুর রাকিব জানিয়েছেন। মাদ্রাসাটি পাকা হলেও ঘরের মেঝেগুলি রয়েছে কাঁচা মাটির, যত্র তত্র ফাটল ও গর্ত থাকায় সেখানে আরও সাপ থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন, সে সাথে অবিলম্বে মাদ্রাসার প্রতিটি ঘরের মেঝেগুলি পাকাকরনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান