তাড়াইলে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ
আমিনুল ইসলাম বাবুল, নিজস্ব প্রতিনিধি :
শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে দুর্নীতি কমিশন- এর অর্থায়নে কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন, আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয় ও তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ‘সততা স্টোর’ এর পরিচালক মো. আবুল হাসনাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঈন উদ্দিন সাবেরী। স্বাগত বক্তা ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক রবীন্দ্র সরকার, সততা সংঘের সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগো সম্বলিত ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করেন।