ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
  • আপলোড তারিখঃ 10-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 88766 জন
নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: নিহত দুই শিশু তানিশা ও তাবাসসুম
ad728

নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


লায়ন মুহাম্মদ কামাল হোসেন , নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুই শিশু বাড়ির পাশে দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসেছিল। কিছুক্ষণ পর নদীতে ভাসমান অবস্থায় তাদের দেহ দেখতে পান স্থানীয়রা। পরে নৌকায় থাকা লোকজন এগিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।


এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান