শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা ইউনিট কমান্ডের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুকে আহবায়ক করে এ কমিটির অনুমোদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মোতালেব মাদবর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সওদাগর, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী, বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া বেপারী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম দাদন মুন্সী ও বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ মোল্লা।
এ ব্যাপারে নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। দেশের স্বার্থে মুক্তিযোদ্ধারা সব সময় ঐক্যবদ্ধ ছিল। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।