ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদী উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিককে উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন স্থানীয় সরকার বিভাগ।
  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36491 জন
কটিয়াদী উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ছবির ক্যাপশন: ইউপি চেয়ারম্যান রফিকুল আলম
ad728



মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিককে উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন স্থানীয় সরকার বিভাগ।  

কটিয়াদী উপজেলার ৯টি ইউপি চেয়ারম্যানের বার্ষিক কর্মদক্ষতার মুল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রনালয় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিককে উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদকে এ বিষয়টি অবহিত করা হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জালালপুর ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্নয়ন বাজেট ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ শীর্ষক থেকে বরাদ্দকৃত ট্যাক্স এসেসমেন্ট, বাজেট প্রনয়ন ও অনুমোদন, গ্রাম আদালত, নিজস্ব রাজস্ব আয় থেকে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন, স্যনিটেশন কার্যক্রম, ইউনিয়ন পরিষদের জনহিতকরণ কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে প্রতিবেদনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন জালালপুর ইউনিয়ন পরিষদ ও শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিককে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার জালালপুর পরিষদে সকল স্টাফগণ উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রফিকুল আলম রফিককে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, ইউপি সদস্য মতিউর রহমান, দিদারুল ইসলাম, মোঃ উসমান গণি,  মোঃ শাহাদৎ হোসেন, সাংবাদিক মাইনুল হক মেনু, মিয়া মোহাম্মদ সিদ্দিক, সমাজসেবক মাহবুবুল আলম কাইয়ুম, গ্রাম পুলিশসহ আরও অনেকেই।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক উপজেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম, ইউনিয়নবাসীসহ উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।, তিনি বলেন আমাকে কটিয়াদী উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করার সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পালসহ সকল সদস্যদের দলমত নির্বিশেষে সার্বিক সহযোগিতায় আমি জালালপুর ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ হওয়ার সম্মান পেয়েছি। আমি সকলকে নিয়ে জালালপুর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক পরিষদ হিসেবে গড়তে চাই। এতে সকলে ঐক্যবদ্ধ সহযোগিতার প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।