মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে উপজেলার আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সালাহ উদ্দিন ভূঞা সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমীক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগোযুক্ত ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।