ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 19-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 80475 জন
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ad728



লায়ন মুহাম্মদ কামাল হোসেন (বিশেষ প্রতিনিধি ):

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 মঙ্গলবার (১৯ জুন) দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি  শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ রোড, পুরাতন কাচারি সড়ক ও হাসপাতাল সড়কসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।


জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সহ-সভাপতি আবু শামীম মো. আরিফ, যুগ্ম সম্পাদক নুর আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক শেখ মো. আজিম ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান