ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে মাদরাসায় ফ্যান সংকটে ছাত্রীদের দুর্ভোগ, প্রতিদিনই জ্ঞান হারাচ্ছে কয়েকজন!

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাও গ্রামে অবস্থিত জামিয়া মা আমেনা কওমী মহিলা মাদরাসাতে পর্যাপ্ত বিদ্যুতের ফ্যান না থাকায় ছাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
  • আপলোড তারিখঃ 20-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32917 জন
ময়মনসিংহে মাদরাসায় ফ্যান সংকটে ছাত্রীদের দুর্ভোগ, প্রতিদিনই জ্ঞান হারাচ্ছে কয়েকজন! ছবির ক্যাপশন: জামিয়া মা আমেনা কওমী মহিলা মাদরাসা
ad728



ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাও গ্রামে অবস্থিত জামিয়া মা আমেনা কওমী মহিলা মাদরাসাতে পর্যাপ্ত বিদ্যুতের ফ্যান না থাকায় ছাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

প্রচণ্ড গরমে প্রতিদিনই দুই থেকে তিনজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ছাত্র-অভিভাবক ও এলাকাবাসী। তাদের অভিযোগ, গরমে শ্রেণিকক্ষ অস্বস্তিকর হয়ে উঠে। ছোট ছোট মেয়েরা গরম সহ্য করতে না পেরে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। অথচ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জনপ্রতি মাসে ৩০ টাকা করে বিদ্যুৎ বিল নেওয়া হলেও পর্যাপ্ত ফ্যান সরবরাহ করা হয়নি। অভিভাবকদের ভাষ্যে, "প্রতিদিনই দুই-তিনজন ছাত্রী অজ্ঞান হচ্ছে। এত কষ্ট সহ্য করে কিভাবে তারা পড়াশোনা করবে? অথচ বিদ্যুৎ বিলের টাকা নিয়মিত নিচ্ছে কর্তৃপক্ষ।"


অভিযোগের বিষয়ে মাদরাসার মুহতামিম মুফতী মুহাম্মদ আলি জানান, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ছাত্রীরা শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে অসুস্থ হচ্ছে। ফ্যানের অভাবের কারণে এমন হয়নি।" তবে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, "যদি সত্যিই শ্বাসকষ্টজনিত সমস্যা হয়, তাহলে কেন একসাথে নিয়মিত দুই-তিনজন ছাত্রী অজ্ঞান হচ্ছে? এই ঘটনাকে ছোট করে দেখলে সমাধান আসবে না।"


এলাকাবাসী ও অভিভাবকরা দাবি করেছেন, অবিলম্বে মাদরাসায় পর্যাপ্ত ফ্যান স্থাপন করে শিক্ষার্থীদের জন্য একটি সহনীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি।


 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।