সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার )
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল। ক্যাম্প চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন।
জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।