ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে রাসেল হোসেন (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের কয়েকজন যুবক।
  • আপলোড তারিখঃ 09-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12456 জন
শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন: রাসেল হোসেন
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে রাসেল হোসেন (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের কয়েকজন যুবক। 


সোমবার  ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত রাসেল বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে গ্রামের কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। খোদাবক্সের ছেলে হাবিল, আনিছুরের ছেলে চঞ্চল, হাসানের ছেলে সজিব ও কামালের ছেলে সাগর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পেটাতে ও কোপাতে থাকে।


এক পর্যায়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা নির্মমভাবে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার আতঙ্কিত আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।


পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।