গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে অদূরে ধামাইল এলাকায় যমুনা ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তারাকান্দা থেকে ছেড়ে আসা যমুনা ট্রেন ৫টা ৩৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন ত্যাগ করে। পরে ধামাইল এলাকায় ট্রেনটি পৌছলে যুবকটি পড়ে যায়। খবর পেয়ে গফরগাঁও রেল স্টেশনে জিআরপি ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া সকাল ১১টায় ঘটনাস্থল থেকে আহত যুবকটিকে উদ্ধার করে এবং দ্রুত চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাত পেয়েছে।