ঢাকা | বঙ্গাব্দ

রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 20-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1675 জন
রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব ৫২নং পশ্চিম সোনামুখী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী। 

শরীয়তপুর জেলা জাসাসের সদস্য সচিব মনজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, সদর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক আব্বাসী সুজন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হাফিজ খান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ খলিলুর রহমান,  জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা মফিজুর রহমান টুকু মুন্সী, মিজানুর রহমান নিরব মুন্সী, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধা, সদর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক ঢালী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। পরে সকল উপস্থিতির জন্য তবারকের ব্যবস্থা করা হয়।

নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।