ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসের রাজনৈতিক সহিংসতায় দেশের রাজনীতিতে কালো ছায়া পড়বে- এডঃ নূরুল ইসলাম খান।

প্রবাসে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড কারো জন্যই কল্যাণ বয়ে আনবেনা। এ ধরনের কর্মকান্ডে দেশের রাজনীতিতে কালো ছায়া পড়বে এবং আভ্যন্তরীণ রাজনীতিকে টালমাটাল করে দিতে পারে বলে মন্তব্য করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, কোনো প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের স্থান ইসলামে নেই। ইসলামী গণতান্ত্রিক পার্টি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ইসলামী মূল্যবোধ ও মদীনা সনদের আলোকে একটি সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চাই।
  • আপলোড তারিখঃ 29-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 38811 জন
প্রবাসের রাজনৈতিক সহিংসতায় দেশের রাজনীতিতে কালো ছায়া পড়বে- এডঃ নূরুল ইসলাম খান। ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728



স্টাফ রিপোর্টারঃ

প্রবাসে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড কারো জন্যই কল্যাণ বয়ে আনবেনা। এ ধরনের কর্মকান্ডে দেশের রাজনীতিতে কালো ছায়া পড়বে এবং আভ্যন্তরীণ রাজনীতিকে টালমাটাল করে দিতে পারে বলে মন্তব্য করে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়কারী, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, কোনো প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের স্থান ইসলামে নেই। ইসলামী গণতান্ত্রিক পার্টি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে ইসলামী মূল্যবোধ ও মদীনা সনদের আলোকে একটি সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে  চায়। আমরা শান্তি,  সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চাই। 

দলীয় চেয়ারম্যান এম. এ আউয়াল এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশব্যাপী ইসলামী গণতান্ত্রিক পার্টিকে সুসংগঠিত করার উপর সভায় মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান গুরুত্ব আরোপ করেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব  এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, সম্প্রতি নিউইয়র্ক বিমানবন্দরে সংঘটিত ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে অন্তবর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিধ্বংসী রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তবর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের এ বক্তব্যকে সাধুবাদ জানিয়ে এডঃ মোঃ নূরুল ইসলাম খান সরকারের উদ্দেশ্যে বলেন, এটা দেশব্যাপী আইন আদালতকে তোয়াক্কা না করে চলমান মব সহিংসতাকে কঠোর ভাবে দমনের জন্য সরকার কর্তৃক দৃশ্যতঃ কার্যকরী  কঠোর পদক্ষেপ গ্রহণ করে জনগণের জান মালের নিরাপত্তা বিধান করা ছাড়া সম্ভব নয়।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, ঢাকা দক্ষিন মহানগর শাখার আহ্বায়ক কাজী মাসুদ আহম্মেদ, ঢাকা উত্তর মহানগর শাখার  আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক মামুন পারভেজ, প্রেসিডিয়াম সদস্য জগদীশ সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ