বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আঞ্জয়ারা খাতুন (শিমুল) নামে এক নারীকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই আপন ভাই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাত’মাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আঞ্জয়ারা খাতুন সন্ধ্যায় শার্শা থানায় আসাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আঞ্জয়ারা খাতুন তার ভাই আসাদকে ১০ লাখ টাকা দেন। কিন্তু বিদেশে পাঠানোর ব্যবস্থা না করায় টাকা ফেরত চাইলে আসাদ ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত আঞ্জয়ারাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় ৮/৯টি সেলাই দেন।
স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আসাদ আগে বিদেশে ছিলেন। এক বছর আগে তিনি একটি মানবাধিকার সংস্থার কার্ড সংগ্রহ করে নিজেকে মানবাধিকারকর্মী পরিচয় দিতে শুরু করেন। কখনো আবার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করেন। এ ছাড়া তার বিরুদ্ধে অতীতে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। আম ব্যবসায়ী আবু ছিদ্দিকসহ কয়েকজন এর আগেও শার্শা থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সে সময় প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তার প্রতারণার খবর চিত্রসহ প্রকাশিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ঘটনাটির একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।