ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল কচুয়া উপজেলার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন।
  • আপলোড তারিখঃ 02-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33965 জন
কচুয়ায় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ছবির ক্যাপশন: পুজা মণ্ডপ পরিদর্শনে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
ad728



নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল কচুয়া উপজেলার দুর্গা  পূজা মন্ডপ পরিদর্শন।


এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা-রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সাবেক জেলা বিএনপির সভাপতি বর্তমান কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক এমএ ছালাম, বাগেরহাট জেলার নবাগত পুলিশ সুপার 

মো: আসাদুজ্জামান,জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা খাদেমুল নাসির আলাপ,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জে বি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ,বাগেরহাট ৩ সংসদ  আসনের মনোনয়ন  প্রত্যাশি বিএনপি নেতা  কাজী খায়রুজ্জামান শিপন, অবসরপ্রাপ্ত উপসচিব স্বপন কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম  তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,হুমায়ুন কবির, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ,বাংলাদেশ ব্যাংকের এজিএম কার্তিক চন্দ্র হালদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন,বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিরাময় ইন্দু হালদার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ হালদার,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব গৌতম রায় মনা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । 

এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা করেন উপজেলা বিএনপি'র সভাপতি সরদার  জাহিদ।   বাংলাদেশ জামায়েত ইসলামী নেতৃবৃন্দদের সাথেও তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।##




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩