ঢাকা | বঙ্গাব্দ

অবৈধভাবে পাচারকালে বিজিবির হাতে দেশীয় পন্য আটক।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি।
  • আপলোড তারিখঃ 18-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20652 জন
অবৈধভাবে পাচারকালে বিজিবির হাতে দেশীয় পন্য আটক। ছবির ক্যাপশন: অবৈধ মালামাল আটক
ad728



পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি: 

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি।


১৮ অক্টোবর ২০২৫ , শনিবার দুপুরে গিলাতলী বিজিবি বিওপি-র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা কীটনাশক , বিস্কিট ও সাবান হাবিলদার শ্রী বিধান এর নেতৃত্বে আটক করা হয়। 


উদ্ধারকৃত বাংলাদেশী কীটনাশক সিস্টেম প্লাস ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট, নিমা সাবান ৬৩ টি।


বিজিবি সুত্র জানায় , সীমান্ত রক্ষায় ও অবৈধ চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত টহল চলমান অব্যাহত আছে। পার্বত্য এলাকায় সীমান্ত রক্ষায় ,সম্প্রীতি ও উন্নয়নে নিরলস ভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ