ঢাকা | বঙ্গাব্দ

‎অষ্টগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা

‎‎কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে পরীক্ষায় ফেল করায় দেবশ্রী রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
  • আপলোড তারিখঃ 21-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14786 জন
‎অষ্টগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

 


অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি,

‎‎কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামে পরীক্ষায় ফেল করায় দেবশ্রী রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

‎আজ সোমবার (২১ অক্টোবর ২০২৫) আনুমানিক সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অষ্টগ্রামের কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দেবশ্রী রানী দাস ওই এলাকার রামপ্রসাদ দাস ও শুভা রানী দাসের বড় মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দেবশ্রী  এসএসসি পরীক্ষায় ফেল করেছিল। পরের বছরেও অনুষ্ঠিত টেস্ট পরীক্ষাতেও ফেল করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ব্যর্থতার হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

‎আজ সকালে পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

‎অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান