ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

“কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 29-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7361 জন
সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ছবির ক্যাপশন: প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
ad728



স্টাফ রিপোর্টারঃ

“কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।


চলতি অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী  বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সুফলভোগী প্রান্তিক কৃষকরাও উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাপাহার উপজেলার ৭ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ বিঘা জমি চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান