ঢাকা | বঙ্গাব্দ

শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার জহিরের

যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 31-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5940 জন
শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার জহিরের ছবির ক্যাপশন: মহিলাদলের উঠান বৈঠক
ad728



হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ইসলামপুর মোড়ে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড ইসলামপুরের সাবেক মেম্বার নুরুন্নাহার কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবুল হাসান জহির।


প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, দেশ এখন এক সংকটময় সময় পার করছে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনরুদ্ধারে বিএনপি মাঠে আছে। জনগণের ভোটের অধিকারই দেশের প্রকৃত শক্তি— সেই শক্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।


তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়, জবাবদিহিতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অধিকার ও ভবিষ্যতের জন্য। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করুন, তাদের পাশে দাঁড়ান— কারণ পরিবর্তনের শক্তি জনগণের মধ্যেই নিহিত।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক মেম্বার পারভিন সুলতানা।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মহিলা দলের নেত্রী নুরুন্নাহার কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভিন মেম্বার, সাবিনা, নাহারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান