চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে অনুষ্ঠিত হলো “গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ।
৯ নভেম্বর (রবিবার) বিকেলে মাছমা ক্রিকেট মাঠে তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী গোলাম কিবরিয়ার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সাত দলের মধ্য থেকে সেরা দুই দল মাছমা স্টার ইলেভেন ও গোয়ালনগর স্কুলপাড়া একাদশ মুখোমুখি হয়।
হাজারো দর্শকের উপস্থিতি, বাদ্য-বাজনা ও করতালিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক বাংলা বাজার পত্রিকার ভৈরব প্রতিনিধি এবং মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন।
প্রথমে ব্যাট করতে নেমে গোয়ালনগর স্কুলপাড়া একাদশ নির্ধারিত ওভারে ১৫৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রতিপক্ষ মাছমা স্টার ইলেভেনকে। জবাবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাছমা স্টার ইলেভেন, ফলে স্বাগতিক দলটি ২ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয়।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন,
“গত বছর আমরা মোজাম্মেল মেম্বার সাহেবকে নিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছিলাম, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। একদিন আমাদেরও সবাইকে চলে যেতে হবে। তাই যতদিন বেঁচে আছি, ভালো কাজে যুক্ত থাকি এবং যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোযোগী হতে আহ্বান জানাই।”
আয়োজক গোলাম কিবরিয়া বলেন,
“গোয়ালনগরের তরুণদের মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফাইনালে দুই দলই অসাধারণ খেলেছে, আমরা সবাই গর্বিত।”