ঢাকা | বঙ্গাব্দ

মাত্র ৯ মাসে কোরআন শরীফ হিফজ করেছেন ১০ বছর বয়সী শিশু কামরুল

চট্টগ্রামের বাঁশখালীতে মাত্র ৯ মাসে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে “হাফেজ” হয়েছেন ১০ বছর বয়সী শিশু কামরুল ইসলাম ফাহিম। সে বাঁশখালী পৌরসভার দারুল কারীম মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।হাফেজ কামরুল বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী আমানপাড়া গ্রামের মাহমুদুল করীম ও হামিদা দম্পতির সন্তান।
  • আপলোড তারিখঃ 19-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13790 জন
মাত্র ৯ মাসে কোরআন শরীফ হিফজ করেছেন ১০ বছর বয়সী শিশু  কামরুল ছবির ক্যাপশন: ১০ বছর বয়সী শিশু হাফেজ কামরুল ইসলাম ফাহিম
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে মাত্র ৯ মাসে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে “হাফেজ” হয়েছেন ১০ বছর বয়সী শিশু  কামরুল ইসলাম ফাহিম।

সে বাঁশখালী পৌরসভার দারুল কারীম মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।হাফেজ কামরুল বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী আমানপাড়া গ্রামের মাহমুদুল করীম ও হামিদা দম্পতির সন্তান।

উল্লেখিত মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবদুল মজিদ জানান, কামরুল ইসলাম ফাহিম ২০২৪ সালের এপ্রিল মাসে মাদ্রাসায় ভর্তি হয়। মে মাসের ২০ তারিখে সে হিফজ সবক শুরু করে। মাত্র ৯ মাস সময়ে গত ১৭ ফেব্রুয়ারী সোমবার তার হিফজ সবক শেষ হয়।

মাত্র ৯ মাসে হিফজ সম্পন্ন করা কামরুল ইসলাম ফাহিম যেন বড় আলেম হয়ে দ্বীনের একজন খাদেম হতে পারে সে জন্য দোয়া চেয়েছেন তার মা বাবা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অষ্টগ্রামে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল