ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৩৬শে জুলাই টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন "দি রেড জুলাই একাদশ"

"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আযোজনে ৩৬শে জুলাই টি-টেন ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় জেল্ ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10917 জন
খাগড়াছড়িতে ৩৬শে জুলাই টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন "দি রেড জুলাই একাদশ" ছবির ক্যাপশন: অতিথিগণের সাথে টি-টেন ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খেলোয়াড়দের ফটোসেশান
ad728


খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, নিজস্ব প্রতিনিধি :

"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আযোজনে ৩৬শে জুলাই টি-টেন ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১৯ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় জেল্ ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ফেরদৌসী বেগম।

এ ফাইনাল খেলায় অংশ নেন দি রেড জুলাই একাদশ ও জুলাই স্মৃতি একাদশ দুটি দল। খেলায় জুলাই স্মৃতি একাদশ-কে ৬রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দি রেড জুলাই একাদশ।

এ সময় জেলা পরিষদের সদস্য ও মো. মাহাবুব আলমসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন