ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইসরাইল

ফিলিস্তিনের হামাস সংগঠনটি ছয়জন ইসরাইলি জিম্মিকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিলেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইসরাইল।
  • আপলোড তারিখঃ 23-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 219243 জন
ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইসরাইল ছবির ক্যাপশন: ছবি :- অনলাইন
ad728

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের ‘অপমানজনক’ অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে, যা ইসরাইলের জন্য অগ্রহণযোগ্য। তাই শনিবার মুক্তি দেওয়ার কথা থাকার পরেও ৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দিকে কারাগারে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহুর সরকার।

রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, "হামাস বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এবং অপপ্রচারের জন্য জিম্মিদের ব্যবহার করছে। তাই অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে,হামাস এখন পর্যন্ত ২৫ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে।কিন্তু মুক্তির সময় হামাস বিশেষ অনুষ্ঠান আয়োজন করার কারণে ইসরাইল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

বৃহস্পতিবার হামাস চারজন ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর করে।যেখানে একটি লাশের বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়, কারণ শিরি বিবাস নামে একজন জিম্মির লাশের পরিবর্তে ভুল করে অন্য কারও লাশ দেওয়া হয়েছিল।যদিও শুক্রবারে সঠিক লাশ হস্তান্তর করা হয়, যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে তার পরিবার। ইসরাইল এই ঘটনাটিরও তীব্র প্রতিক্রিয়া জানায়।

হামাসের এক মুখপাত্র জানান, "যদি চুক্তির শর্ত মানা হয়, তাহলে একসঙ্গে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস।" তাঁরা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের প্রতিটি ধাপ বাস্তবায়নের জন্য আন্তরিক বলে জানিয়েছেন।আলোচিত যুদ্ধবিরতির প্রথম ধাপে মোট ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তির পরিকল্পনা রয়েছে, যার বিনিময়ে ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তির কথা ছিল। কিন্তু নেতানিয়াহুর বর্তমান অবস্থান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

গবেষকদের মতে, নেতানিয়াহু দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন। অধিকাংশ জীবিত ইসরাইলি জিম্মি মুক্তি পাওয়ায় তার উগ্রপন্থী মিত্ররা গাজায় আবারও যুদ্ধ শুরুর জন্য চাপ দিচ্ছে। ফলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়টি শুধু চুক্তির শর্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান