ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতার বাসা থেকে ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার: মা গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা মহসিনুর রহমান মনির এর বাসা থেকে ম্যাগজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গত সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে পৌর শহরের শিলাসী মাজারবাড়ি এলাকায় বাসায় থেকে এসব উদ্ধার করে।
  • আপলোড তারিখঃ 25-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9283 জন
গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতার বাসা থেকে ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার: মা গ্রেফতার ছবির ক্যাপশন: ছাত্রলীগ নেতা মনিরের বাসা থেকে ম্যাগাজিন ও দেশি অস্ত্রসহ মা গ্রেফতার
ad728

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা মহসিনুর রহমান মনির এর বাসা থেকে ম্যাগজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গত সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে পৌর শহরের শিলাসী মাজারবাড়ি এলাকায় বাসায় থেকে এসব উদ্ধার করে।

এসময় বাসায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে যৌথবাহিনী মনিরের মা নাদিরা আক্তার হ্যাপি (৫০) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর যৌথ বাহিনী হ্যাপিকে গফরগাঁও থানায় হস্তান্তর করে।

গফরগাঁও থানার এস আই তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি খালি ম্যাগজিন, চাপাতিসহ দেশীয় অস্ত্র রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে গফরগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার আটককৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার মা নাদিরা আক্তার হ্যাপিকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল