ঢাকা | বঙ্গাব্দ

রমজানে সকল মসজিদে একই পদ্ধতিতে তারাবিহ পড়ার আহ্বান

পবিত্র মাহে রমজানে খতমে তারাবিহ পড়ার সময় সারাদেশের সকল মসজিদে একই পদ্ধতিতে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
  • আপলোড তারিখঃ 27-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 168888 জন
রমজানে সকল মসজিদে একই পদ্ধতিতে তারাবিহ পড়ার আহ্বান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



আমিনুল হক :

পবিত্র মাহে রমজানে খতমে তারাবিহ পড়ার সময় সারাদেশের সকল মসজিদে একই পদ্ধতিতে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে  ইসলামিক ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। 

পবিত্র রমজানে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ যদিও চালু আছে। তথাপিও কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।এই ভিন্নতার জন্য বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে করে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়।তারবিহতে পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনে পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে ক্বদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব হবে।

তাই দেশের সকল মসজিদে খতমে তারাবিহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে ক্বদরে কুরআন খতম শেষ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।