ঢাকা | বঙ্গাব্দ

দুটি চোখই উপরে তুলে নিয়েছে গ্রামবাসী

ভোলা জেলার চরফ্যাশনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেওয়ার পাশাপাশি হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলা হয়েছে।
  • আপলোড তারিখঃ 03-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 120228 জন
দুটি চোখই উপরে তুলে নিয়েছে গ্রামবাসী ছবির ক্যাপশন: হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শাহাজাহান মিন্টিজ
ad728

০২ রমজান, আজকের ইফতার : ৬-০৪মিঃ


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি :

ভোলা জেলার চরফ্যাশনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেওয়ার পাশাপাশি হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। 


গত রোববার (২ মার্চ) দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। 

পরে গ্রামপুলিশ সোহরাব হোসেন শাহাজাহান মিন্টিজকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ‘ছিডু চোরার’ ছেলে। 


স্থানীয়দের থেকে জানা গেছে, কয়েক বছর আগে কারাগারে তার বাবা ছিড়ুর মৃত্যু হয়।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন বলেন, ‘মিন্টিজ নামের ওই ব্যক্তির হাতের বুড়ো আঙ্গুল কেটে দেওয়া হয়েছে এবং হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’


মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, মাওলানা লোকমান হোসেনের ছেলে সাকিব এবং তার দলবল এ কাজে জড়িত।


কিন্তু সাকিব সংবাদকর্মীদের কাছে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মিন্টিজ পেশাদার চোর এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই এবং চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।


দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, মিন্টিজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল