মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কটিয়াদী উপজেলার ৯নং লোহাজুরী ইউনিয়নের লোহাজুরী বাজারের প্রানকেন্দ্রে অবস্থিত লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি পদে মনোনীত হন তিনি ।
তিনি মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ আদর্শ কারিগরি শিক্ষক পরিষদের কিশোরগঞ্জ জেলা সভাপতি।
এছাড়াও তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কটিয়াদী উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, লোহাজুরী ইউনিয়নে শামসুল হক জোয়ারদার ইসলামিয়া মডেল মাদরাসা, বেগম নূরজাহান হক মহিলা মাদ্রাসা, সাইমুম পাঠাগার ও গণশিক্ষা একাডেমীর প্রতিষ্ঠাতা। শিক্ষানুরাগী ফজলুল হক জোয়ারদার আলমগীর সাহেবকে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় সরাসরি সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বমহলের লোকজন। এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।
লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফজলুল হক জোয়ারদার আলমগীর বলেন, আমি সর্ব প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জানাই এলাকা বাসী ও লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা এবং সকল অভিভাবকবৃন্দের প্রতি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি আমার মেধা ও শ্রম দিয়ে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মানোন্নয়ন করবো। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকল প্রকার অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সকলের সহযোগিতা চাই। এলাকাবাসী মনে করেন একজন আর্দশবান শিক্ষক যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়, নি:সন্দেহে সেই প্রতিষ্ঠানের উন্নতি হয়। শুভ কামনা রইলো নতুন নির্বাচিত সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর সাহেবের জন্য। শুভেচ্ছা জানিয়েছেন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ দলমত নির্বিশেষে সর্বমহলের লোকজন।
লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব, শাহ মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শিক্ষক সদস্য, মো. রকিবুল ইসলাম সিদ্দিকী এবং অভিভাবক সদস্য হলেন আতাউর রহমান আব্দুল্লাহ ।