ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পে পৌঁছেছেন। তিনি শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সেখানে পৌঁছান।
  • আপলোড তারিখঃ 14-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 582 জন
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
ad728


আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ  সফররত জাতিসংঘের মহাসচিব  আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পে পৌঁছেছেন। তিনি শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সেখানে পৌঁছান।


আন্তর্বতর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, জাতিসংঘের মহাসচিব দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।


 দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একই বিমানে কক্সবাজার পৌঁছান।


কক্সবাজার বিমানবন্দরে তাদের উভয়কে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।


আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে সেখানে ইফতার করবেন। জানা গেছে,প্রধান উপদেষ্টার সৌজন্যে এই ইফতারের আয়োজন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

কমলগঞ্জে হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো