ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

"রাষ্ট্র এখনো স্বাধীন হয়নি, এখনো অনেক পথা বাকি আছে"ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা বলেন।
  • আপলোড তারিখঃ 14-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 162626 জন
রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছবির ক্যাপশন: তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল
ad728


সুজন সারোয়ার, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

"রাষ্ট্র এখনো স্বাধীন হয়নি, এখনো অনেক পথা বাকি আছে"ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা বলেন।

তিনি আরও বলেন, “রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবে।”


শুক্রবার (১৪ মার্চ) শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।”


উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আমি তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থী। এক সময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।”


ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা'মীরুল কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আলম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।