গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসায় এতিম ছাত্র ও সাধারণ জনগণকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার (১৪মার্চ) বিকেলে উপজেলার ৮নং গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এই দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক রনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন এবং বিশেষ অতিথি ছিলেন
গফরগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ মাহবুবুল ইসলাম ইমন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌর সেচ্ছাসেবকদল সদস্য সচিব
আজহারুল ইসলাম রিজভী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনছারুল ইসলাম, গফরগাঁও পৌর সেচ্ছাসেবক দলের
যুগ্ন আহবায়ক আসাদুল হক সবুজসহ গফরগাঁও উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।