নিউজ ডেস্ক :
দক্ষিণ কোরিয়াজুড়ে ২০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়াজুড়ে। এসব দাবানলে শনিবার(২২মার্চ) দুইজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে। তাছাড়া আরও দুই দমকল কর্মী নিখোঁজ রয়েছেন।
কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে ওই অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে দেশটির সরকার।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে উত্তর কিয়ংসাংয়ের উলসান, উইসেয়ং এবং কিয়ংসাং অঞ্চলের আরও কয়েকটি শহর রয়েছে।বাতাসের তীব্রতার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। শুক্রবার(২১মার্চ) ওই অঞ্চলের সাতটি গ্রামের দুইশরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আশেপাশের আটটি শহরের বাসিন্দা ও পর্যটকদের শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সানছং কাউন্টি দপ্তর নির্দেশ দিয়েছে।
দপ্তর হতে জানিয়েছে, ওই অঞ্চলে দুইজন দমকল কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ এখনো শনাক্ত করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, শনিবার বিকাল ৩টার মধ্যে দাবানল ৬৫ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে,কিন্তু তার মধ্যে আগুন নতুন করে আরও ৭১৬ একরজুড়ে ছড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক দাবানলস্থল পরিদর্শন করেছেন।