মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজেনে ঝাকালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেফায়েতুল্লাহ আঙ্গুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু নায়েম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। অন্যান্যদের মাঝে উপস্থিতি ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, শফিকুর ইসলাম বাদল, আতিকুল ইসলাম আতিক, সৈয়দ শামসুল আরেফিন তারা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, প্রবাসী কল্যাণ বিয়ষক সম্পাদক জহির উদ্দিন বাদশা, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ প্রিন্স, সদস্য আঃ কাইয়ূম, কটিয়াদী প্রেসকাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, আচমিতা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মাহমুদুল হাসান কামাল মেম্বার, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজসহ কটিয়াদী উপজেলা এবং জালালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।