ঢাকা | বঙ্গাব্দ

অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে : ফিরোজ আহমেদ মুন্সী

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। আর গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
  • আপলোড তারিখঃ 23-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 25182 জন
অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে : ফিরোজ আহমেদ মুন্সী ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

শরীয়তপুর প্রতিনিধি:  গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। আর গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় তাহলে ফিরিয়ে দিতে হবে দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার আহতকে সুস্থ করে দিতে হবে।

রবিবার (২৩ মার্চ) শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করতে দেব না। অন্তর্বর্তী সরকারকে বলব, যেভাবেই হোক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী সবাইতে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন সরদার, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান,

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অ্যাডভোকেট খবির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসাইন, 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির, যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল মোতালেব হান্নান, সাধারণ সম্পাদক মাদবর কাওসার হোসেন, ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত কাউসার, ছাত্র অধিকারের সভাপতি জীবন আহমেদ নান্টু। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শহরে মিছিল বের করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার