ঢাকা | বঙ্গাব্দ

ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম'র (ডিপিএফ) উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা সভা, মাসিক সমন্ময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকেলে জেলা শহরের পুরান থানাস্হ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে স্বপ্রণোধিত অনুষ্ঠান মালায় সভাপতিত্ব করেন ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী ।
  • আপলোড তারিখঃ 27-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 104092 জন
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা সভা ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


এম এ আকবর খন্দকার:

কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম'র (ডিপিএফ)  উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা সভা, মাসিক সমন্ময় সভা ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

 ২৬ মার্চ  বুধবার বিকেলে জেলা শহরের পুরান থানাস্হ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে স্বপ্রণোধিত অনুষ্ঠান মালায় সভাপতিত্ব করেন ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী ।

সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ডিপিএফ মেন্বার এম এ আকবর খন্দকার, জাহাঙ্গীর কবির, লিমা আক্তার, জাহাঙ্গীর ফকির, শাহিন মিয়া, জেমিমা আক্তার,  রবিউল্লাহ, এমদাদ উদ্দিন সবুজ । 

আলোচনা শেষে ইফতার পূর্বে মহান স্বাধীনতা যুদ্ধের মহা নায়ক ও বীর শহিদ মুক্তিযোদ্ধের রুহের মাগফেরাত কমানা  এবং দেশ-জাতীর কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠেন  সদস্য এজ্জাজ হোসেন কাজল। 

সন্ধ্যায় উপস্হিত সদস্যদের নিয়ে মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়। সভা ও বিভিন্ন গুরুত্বপূর্ন দিবস উদযাপনে সদস্যদের অংশ গ্রহন নিয়ে আলোচনা করা হয়।  একই সাথে ১ বছর সময়ে যে সকল সদস্য  মাসিক চাদাঁ দিতে ব্যার্থ তাদেরকে  চলতি মাসের মধ্যই চাদাঁ পরিশোধ করে সাংগঠনিক গতিপথকে  বেগবান করনে সুপারিশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল