ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে গভীর রাতে প্রাইভেটকার আটকে এলোপাথাড়ি গুলি, নিহত ২

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে ব্রাশফায়ার করেছে দুর্বৃত্তরা। এসময় প্রাইভেটকারে থাকা ৪ জন ব্রাশফায়ারে গুলিবিদ্ধ হয়।
  • আপলোড তারিখঃ 30-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 200475 জন
চট্টগ্রামে গভীর রাতে প্রাইভেটকার আটকে এলোপাথাড়ি গুলি, নিহত ২ ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:   চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে ব্রাশফায়ার করেছে দুর্বৃত্তরা। এসময় প্রাইভেটকারে থাকা ৪ জন ব্রাশফায়ারে গুলিবিদ্ধ হয়।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ৪জনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের ক‍্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে হৃদয় ও রবিন নামে আরও দুজন।

চিকিৎসক বলছেন, আহতদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। বাকি দুজনেরও অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে এক্সের রোডের গুলজার বেগম মোড়ে গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে এবং সাথেই তারা সেখান থেকে পালিয়ে যায়।তখন গাড়িতে থাকা গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ