খাগড়াছড়ি প্রতিনিধি।। অন্তবর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টার ২৫মার্চ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যক্তি/প্রতিষ্ঠানের আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দে অনিয়ম ও ২৭মার্চ বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্য-শস্য বৈষম্যমূলক বন্টন এবং বিভিন্ন সম্প্রদায়ের সাথে বৈষম্যমূলক আচরনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ ও উপদেষ্টা পদ থেকে সুপ্রদীপ চাকমা'র পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,বিক্ষুদ্ধ মারমা জনগোষ্ঠী,বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ।
রবিবার(৩০মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়েে বরাদ্ধগুলো বেশির ভাগই নিকট আত্মীয় স্বজনকে দেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দের বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্য-শস্য বরাদ্ধগুলো স্থগিত করে পুনরায় সমবন্টন করে তালিকা প্রকাশ করার আহ্বান জানান।
এর ব্যতয় ঘটলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি খনিরঞ্জন ত্রিপুরা,মারমা প্রতিনিধি রমেল মারমাসহ আরও অনেকে।