ঢাকা | বঙ্গাব্দ

কেবল বাবার নামই বলতে পারছে ৬ বছরের শিশু আরাধ্যা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে থাকা আনুমানিক ৬ কিংবা ৭ বছরের শিশু আরাধ্যা বিশ্বাস। নিজের নাম আর বাবার নাম ছাড়া তার কিছুই মনে নেই। আরাধ্যা বলেছে, ‘আমার বাবার নাম দীলিপ বিশ্বাস।বাবার নাম ও নিজের নাম ছাড়া মনে নেই ঠিকানাও।
  • আপলোড তারিখঃ 02-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 99832 জন
কেবল বাবার নামই বলতে পারছে ৬ বছরের শিশু আরাধ্যা ছবির ক্যাপশন: ৭ বছরের শিশু আরাধ্যা বিশ্বাস
ad728


আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে থাকা আনুমানিক ৬ কিংবা ৭ বছরের শিশু আরাধ্যা বিশ্বাস। নিজের নাম আর বাবার নাম ছাড়া তার কিছুই মনে নেই। আরাধ্যা বলেছে, ‘আমার বাবার নাম দীলিপ বিশ্বাস।বাবার নাম ও নিজের নাম ছাড়া মনে নেই ঠিকানাও।


বুধবার (২ এপ্রিল) চট্টগ্রামের লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশুটি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কেবল কাঁদছে অঝোরে।


হাসপাতালের কর্তব্যরত ডিউটি ডাক্তার আমিনুল ইসলাম জানান, ‘মাথায় আঘাত পেয়েছে শিশুটি। তার স্বজনদের দরকার এখন। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।’


বুধবার(২এপ্রিল)লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল