ঢাকা | বঙ্গাব্দ

ছুটির নিমন্ত্রণে মানুষ ছুটছে

চট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটন স্পটগুলোতে ঈদুল ফিতরের ছুটির আমেজে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে।
  • আপলোড তারিখঃ 05-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16663 জন
ছুটির নিমন্ত্রণে মানুষ ছুটছে ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটন স্পটগুলোতে ঈদুল ফিতরের ছুটির আমেজে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। আবাল বৃদ্ধা বনিতা, শিশু-কিশোর সবাই ছুটছে প্রকৃতির সান্নিধ্য পেতে।

ঈদ উপলক্ষে পর্যটনস্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও।ঈদে লম্বা ছুটিতে ইচ্ছেমত ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ঈদের দিন দুপুর থেকে মিরসরাই উপজেলার ডজনখানেক পর্যটন স্পটে পর্যটকদের পদচারনায় মুখরিত ছিলো।

ঈদে ৯ দিনের টানা ছুটিতে উপজেলার ১২ টি পর্যটন স্পট ভ্রমন পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠছে। কক্সবাজার-সিলেটের মতো না হলেও মিরসরাইয়ের সবুজ পরিবেশ, নির্মল হ্রদ, মনোরম ঝরনা, সমুদ সৈকত প্রকৃতি প্রেমী পর্যটকদের কাছে টানছে। দর্শনার্থীরাও দিন দিন এই উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

মিরসরাইয়ে ১২ টি পর্যটন স্পটের মধ্যে রয়েছে- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সেচ প্রকল্প ও হৃদ, মুহুরী প্রজেক্ট, ডোমখালী সমুদ্র সৈকত, শিল্পজোন সমুদ্র সৈকত, আরশী নগর ফিউচার পার্ক, আট স্তর বিশিষ্ট জলপ্রপ্রাত খৈয়াছড়া ঝরনা, রূপসী ঝরনা, বাওয়াছড়া প্রকল্প, বোয়ালিয়া ঝরনা, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মেরিন ড্রাইভ সড়কের পাশে উপকলীয় বন, হিলসডেল মাল্টি ফার্ম এন্ড মধুরিমা রিসোর্ট ও মেলখুম ট্রেইল। এবার ঈদে এখানকার পর্যটনের স্পষ্টগুলো হয়ে উঠেছে লোকে লোকারণ্য।

ঈদের ৫ম দিন শুক্রবার বিকেলে মুহুরী প্রজেক্ট স্লুইচ গেইটে গিয়ে দেখা যায়, পর্যটকদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। পর্যটকদের কেউ বাঁধের উপর ছবি তুলছেন কেউবা ফেনী নদীতে নৌকা ভ্রমন করছেন। পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ ছিলো ইঞ্জিনচালিত বড় নৌকায় করে নদী ভ্রমণ। এছাড়া বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নীচে গিয়ে ছবি তুলতে দেখা গেছে অনেককে।

ঈদের ২য় দিন আরশি নগর ফিউচার পার্কে গিয়ে দেখা যায়, পর্যটকদের প্রচন্ড ভীড়। এযেন অন্যরকম আরশিনগর। সব বয়সী মানুষে সেখানে বেড়াতে এসেছেন। ছবি তুলছেন, গল্প করছেন। বিশেষ করে বেশী আনন্দ করতে দেখা গেছে শিশুদের। 

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, ঈদের ছুটি থাকায় এবার পর্যটক বেড়েছে। মিরসরাইয়ের বিনোদন কেন্দ্রগুলেতে সারা বছর পর্যটক কমবেশী থাকেন। ঈদের সময় পর্যটকদের বাড়তি চাপ পরিলক্ষিত হয়।

ঝরনায় বিশেষ সতর্কতার সঙ্গে গাইড নিয়ে পর্যটকদের আসা-যাওয়া করার জন্য ইজারাদারদের বলা হয়েছে। গাইড ছাড়া কেউ যেন ঝরনা যেতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া আছে। পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার