ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14681 জন
গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম আব্দুল্লাহ আল মামুন।  

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা এন. এম আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে গফরগাঁও উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল হকসহ  উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুন গত ৫ মার্চ উপজেলায় যোগদান করেন। 

এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার