ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে বসতবাড়ীতে অগ্নিকান্ড

  • আপলোড তারিখঃ 10-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 95202 জন
টঙ্গীতে বসতবাড়ীতে অগ্নিকান্ড ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

টঙ্গী ( গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘর ও অস্থায়ী পুরোনো জুতার গুদাম। 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিস্তারগেট এলাকায় ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিস্তার গেট এলাকার জনৈক মনু মিয়ার বাড়ির গ্যাসের লাইন থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময় পাশে থাকা খোরশেদের অস্থায়ী পুরোনো জুতার গুদামে আগুন লেগে যায়। এরপর দ্রুত সময়ের মধ্যে গুদামের পাশে আলালের টিনসেট কলোনিতে আগুন ছড়িয়ে পরে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু ঘর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক খন্দকার জান্নাতুল নাঈম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  নির্বাপনের কাজ চলমান আছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। কোন হতাহতের খবর পাওয়া যায় নি।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল