আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ি-ঘর লন্ডভন্ড হয়ে গেছে। বিশালাকারের গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। এতে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।
সোমবার (২১ মার্চ) ভোরে হঠাৎ মিরসরাই উপজেলায় কালবৈশাখী ঝড়ের ভয়াবহ তান্ডব হয়। এতে উপজেলার ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।যার কারণে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বহু মানুষ।
সরেজমিনে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশকিছু বসতঘর বিধ্বস্ত হয়েছে।বিশালাকারের গাছ পড়ে কৃষকের গরু মারা গেছে। ঝড়ে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকাটি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
হাসিমনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পাশে তারেক স্টোর নামের একটি দোকানের উপর গাছ পড়ে দোকানটি লন্ডভন্ড হয়ে গেছে। এতে প্রায় ৬০-৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানমালিক।
বিভিন্ন সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শহরের অনেক দোকানপাটের চাল উড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বড় বড় গাছ। বেশকিছু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে। ইছাখালী ইউনিয়নের চরশরত উচ্চ বিদ্যালয়ের চাল উড়ে গেছে। এলাকাটির আবাসন প্রকল্পের ঘরের চাল উড়ে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।
মঘাদিয়া ইউনিয়নের এক বাসিন্দা শাকিল খান জানান, আমাদের এলাকায় আজ ভোর ৬টার ঝড়ে পুরো গ্রাম লন্ডভন্ড হয়েছে।বেশকিছু ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন ঘরবাড়ির চাল উড়ে গেছে, রাস্তায় গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
এদিকে মধ্যম মঘাদিয়া এলাকার ক্ষতিগ্রস্থ মোহাম্মদ মোস্তফা জানান, ভোরের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন জানান, ভোরে অল্প সময়ের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙে পড়েছে সব এলাকায়। এ কারণে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান হোসেন জানান, সোমবার ভোরের ঝড়ে মিরসরাই উপজেলায় আবুরহাট, মঘাদিয়া, হাশিমনগর, বানাতলী, আবুতোরাব বাজার, ইছাখালী এলাকায় সিমেন্ট ও কাঠের অন্তত ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ প্রবল ঝড়ে বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে পড়ে যায়।
যেসব জায়গায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারাইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্ল্যাহ এ বিষয়ে বলেন, কালবৈশাখী ঝড়ে আমাদের প্রায় ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার সন্ধ্যার মধ্যে বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা গেলেও পুরো লাইনে বিদ্যুৎ স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন জানান, এখনও ক্ষতিগ্রস্থদের তথ্য পাইনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তাদের সহায়তা করা হবে।