ঢাকা | বঙ্গাব্দ

সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় একজনের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
  • আপলোড তারিখঃ 26-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 87480 জন
সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় একজনের সাজা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


এস এম জহিরুল আলম চৌধুরী( টিপু), ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ১০ দিনের  সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।  


শনিবার (২৬ এপ্রিল) দুপুরে  সরাইল  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। 


সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন-   নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামের রহম আলীর ছেলে মো. এরশাদ (৪৫) কে  ১০ দিনের সাজা দেওয়া হয়। এসময় মাটিভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়।


ইউএনও জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অভিযান চালালে জড়িতরা পালিয়ে যায়। এসময়  একজনকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ